বিজেপির সঙ্গে ৪২ বছরের সম্পর্কে ফাঁটল- দলের হয়ে সারাজীবন খেটেও গুরুত্ব দিল না বিজেপি- বিজেপির চোখের মনি সেই অন্য দল থেকে আসা বহিরাগতরাই- ক্ষোভে দুঃখে ফেটে পড়লেন বিজেপির শিকড় পোক্ত করা নেতা- কি বললেন? রইল ভিডিও

বিজেপির সঙ্গে ৪২ বছরের সম্পর্কে ফাঁটল আসল।

author-image
Aniket
New Update
modi shahss.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরে নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। বিজেপি এবার এই নির্বাচনে জয় নিয়ে ব্যাপক ভাবে আশাবাদী। তবে নির্বাচনের আগে এবার ক্ষোভে-দুঃখে ফেটে পড়লেন জম্মু ও কাশ্মীরে বিজেপির শিকড় পোক্ত করা নেতা সাম্বার বিজেপির প্রাক্তন জেলা সভাপতি কাশ্মীরা সিং। বিজেপির বহিরাগত প্রীতিই যে তার সঙ্গে বিজেপির ৪২ বছরের সম্পর্কে ফাঁটল ধরিয়েছে তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। দলের হয়ে সারাজীবন খেটেও গুরুত্ব পাননি বলে আফসোস প্রকাশ করেছেন কাশ্মীরা সিং।

তিনি বলেছেন, "আমি বিজেপির সমস্ত পদ এবং সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি। আমি গত ৪০-৪২ বছর ধরে বিজেপির সঙ্গে যুক্ত। এখানকার মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমি বিজেপির উন্নতির জন্য কঠোর পরিশ্রম করেছি। এবং আজ, আমি দুঃখিত কারণ টিকিট দেওয়ার সময় আমাদের একবারের জন্যও বিবেচনা করা হয়নি। দলের কর্মীরা কাজ করে, তারপর বহিরাগত প্রার্থীদের টিকিট দেওয়া হয়। যারা আমাদের চিন্তার বিরোধিতা করেছিল তারাই আজ আমাদের প্রার্থী হচ্ছে। আমি এটা নিতে পারছি না, তাই আমি বিজেপি থেকে পদত্যাগ করছি।" এছাড়াও তিনি আরও বেশকিছু মন্তব্য করেছেন। ইতিমধ্যেই তার ভিডিও সামনে এসেছে। দেখুন ভিডিও-

 

Adddd

 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .. .  . .