অন্ধ্রপ্রদেশ ট্রেন দুর্ঘটনা, আসল বিষয় জানিয়ে দিলেন সিপিআরও

বর্তমানে ট্র্যাক পুনরুদ্ধারের কাজে মন দিয়েছে রেল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ম্নবভ

File Picture

নিজস্ব সংবাদদাতা: অন্ধ্রপ্রদেশ ট্রেন দুর্ঘটনার পর পেরিয়েছে বেশ কিছু ঘন্টা। মৃতের সংখ্যাও বেড়ে হয়েছে ১১। আবারও স্বাভাবিক ছন্দে ফেরার কাজ করছে রেল সেই অনুযায়ী জোরকদমে চলছে উদ্ধারকাজ।

এদিন ইষ্ট কোস্ট রেলওয়ের সিপিআরও বিশ্বজিৎ সাহু জানান, “এখন পর্যন্ত ১১ জন মারা গেছে এবং ৫০ জন আহত হয়েছে। বর্তমানে ট্র্যাক পুনরুদ্ধারের কাজে মন দিয়েছে রেল। উদ্ধার অভিযান এখন শেষ হয়েছে। আটকে পড়া যাত্রীদের জন্য বাস এবং ট্রেনের ব্যবস্থা করা হয়েছে তাঁদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। এই ঘটনার দরুণ মোট ১৮টি ট্রেন বাতিল করা হয়েছে এবং ২২টি ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে। আজ বিকেল ৪ টার মধ্যে ট্র্যাক ঠিক করার চেষ্টা করছে রেল”।

 

hiren