পাটনার ঘটনায় মুখ খুললেন সিপিআইএম নেত্রী

প্রথা, ঐতিহ্য ও ধর্মের নামে জাতিভেদ প্রথা চলছে আজও দেশে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
assaws

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাট এবার ক্ষোভ প্রকাশ করলেন পাটনার ঘটনায়। বললেন, “এটি সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। আসলে আমাদের চোখের সামনে সমাজের একটি আয়না তুলে ধরা হয়েছে। আমরা উন্নয়ন এবং আধুনিকীকরণ প্রক্রিয়ার কথা যাই বলি না কেন, ভারতে বর্ণপ্রথার বাস্তবতা এতটাই জীবন্ত”।

“আজ বিহারের রাজধানীতেও এই ধরনের ঘটনা ঘটল। এই বর্ণবাদী শক্তির কোনও শেষ নেই। প্রথা, ঐতিহ্য ও ধর্মের নামে জাতিভেদ প্রথা চলছে আজও দেশে। এক্ষেত্রে ডঃ আম্বেদকর বলেছিলেন ন্যায় ও উন্নয়নের পূর্বশর্ত হল বর্ণ নির্মূল করা। তা মানা উচিত বলেই আমি মনে করি। কিন্তু দেশে এখনও তা মেনে চলা হয় না”।