নিজস্ব সংবাদদাতাঃ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার টুইট প্রসঙ্গে সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাট বলেন, 'অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসাংবিধানিক, বেআইনি ও সম্পূর্ণ সাম্প্রদায়িক পদক্ষেপে নতুন রেকর্ড গড়ছেন।
কোন সরকারকে কোথায় এমন এখতিয়ার দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী তো দূরের কথা, তাঁর সম্মতি না দিলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে জমি বিক্রি হবে না? এটা একেবারেই আপত্তিকর। তিনি যে এই জাতীয় ভাষায় কথা বলছেন তা বিজেপির ডিফল্ট রাজনীতির কারণেই। তারা কেবল তখনই টিকে থাকতে পারে যখন তারা মানুষকে বিভক্ত করে, যদি তারা ঘৃণা ছড়ায় এবং তারা যদি ভারতের সংবিধানকে অবজ্ঞা করে।
আসামের বিরোধী দলগুলি ইতিমধ্যে এই পদক্ষেপের বিরোধিতা করেছে এবং আমি নিশ্চিত যে আসামে এই জাতীয় সাংবিধানিক ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা করলে আসামে এবং দেশেও বড় প্রতিবাদ হবে।”