‘লাভ জিহাদ আসলে লাভ জিহাদ নয়’, দাবি CPIM প্রার্থীর

'কেরালায় মানুষ চায় মোদীকে বাদ দেওয়া হোক'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
lovejihad-ezgif.com-webp-to-jpg-converter (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেরালার প্রাক্তন অর্থমন্ত্রী এবং পাথানামথিট্টা লোকসভা কেন্দ্র থেকে সিপিআই-এম প্রার্থী থমাস আইজ্যাক এদিন বলেন, “কেরালায় মানুষ চায় মোদীকে বাদ দেওয়া হোক। পছন্দ কংগ্রেস এবং সিপিএমের মধ্যে। CAA কেরালায় একটি গুরুতর সমস্যা, মুসলিম সম্প্রদায় এবং গণতান্ত্রিক চিন্তাধারার লোকেরা এটি নিয়ে উদ্বিগ্ন। এটি কংগ্রেসের জন্যেও একটি অত্যন্ত গুরুতর সমস্যা। তবে তারা স্পষ্টভাবে বলেনি যে তারা ক্ষমতায় এলে তারা সিএএ প্রত্যাহার করবে। যে বিষয়টা আমরা বলছি। আন্তঃধর্মীয় কেরালায় বিবাহ চলতেই থাকবে, আন্তঃবর্ণ বিবাহ কেরালার সামাজিক আন্দোলনের অন্যতম প্রধান স্লোগান ছিল এবং এটিকে 'লাভ-জিহাদ' বলা সম্পূর্ণ বিভ্রান্তিকর। এই স্লোগানগুলি সামাজিক ভাবে অস্বাভাবিকতা তৈরি করার জন্য উত্থাপিত করা হচ্ছে। যা করে চলেছে বিজেপি। আমরা এরও প্রতিবাদও করছি”।

publive-image

caaapp

Add 1