নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস ও বিরোধী মুখ্যমন্ত্রীদের নীতি আয়োগের বৈঠক বয়কট প্রসঙ্গে বিশেষ মন্তব্য করেছেন সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা।
তিনি বলেছেন, "সবার আগে প্রধানমন্ত্রীকে ব্যাখ্যা করতে হবে কেন যোজনা কমিশন ভেঙে দেওয়া হল। বিজেপি ক্ষমতায় আসার পর প্রথম যে কাজটি করেছিল তা হল যোজনা কমিশন ভেঙে দেওয়া। তাঁরাই নীতি আয়োগ গঠন করেন। নীতি আয়োগের কাজ কী?
তারা কোন নীতি নির্ধারণ করবে? তারা সরকারের কাছে কী সুপারিশ করবে? আমি যতদূর জানি, নীতি আয়োগ সমস্ত পাবলিক সেক্টরের বেসরকারিকরণের প্রস্তাব দিচ্ছে। সেই কারণেই বহু মুখ্যমন্ত্রী প্রকৃত প্রশ্ন তুলেছেন।”