দাম মাত্র ২২৫ টাকা! সস্তায় পেতে এখনই পড়ুন

দেশে করোনার সংক্রমণ নতুন করে বৃদ্ধির আবহে শীঘ্রই কেন্দ্রের কোউইন অ্যাপে পেয়ে যাবেন কোভোভ্যাক্স টিকা। ফলে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের পাশাপাশি আরও একটি টিকা বুস্টার হিসাবে চালু হচ্ছে জনগণের জন্য।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
vaccine

প্রতিকী ছবি

নিজস্ব সংবাদদাতা: দেশে করোনার সংক্রমণ নতুন করে বৃদ্ধির আবহে শীঘ্রই কেন্দ্রের কোউইন অ্যাপে পেয়ে যাবেন কোভোভ্যাক্স টিকা (Covovax)। ফলে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের পাশাপাশি আরও একটি টিকা বুস্টার হিসাবে (Booster Dose) চালু হচ্ছে জনগণের জন্য। বিনা জিএসটিতে (GST) টিকা প্রতি দাম দিতে হতে পারে ২২৫ টাকা। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি এই টিকায় ছাড়পত্র দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া। তবে এখনও বিবৃতি দেয়নি স্বাস্থ্য মন্ত্রক (Ministry of Health)।