নিজস্ব সংবাদদাতা: কেরালাতে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে চিন্তা বাড়ছে রাজ্যের মানুষের। কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ অবশ্য বলছেন ভয়ের কিছু নেই।
তাঁর কথায়, “চিন্তার কিছু নেই। আমাদের কোভিড আক্রান্তের সংখ্যা সামান্য বৃদ্ধি পেয়েছে ঠিকই কিন্তু তা নিয়ে ভয়ের কিছু নেই। পরিস্থিতির দিকে আমরা ক্রমাগত নজর রাখছি। কেরালায় টেস্টিং-এর সংখ্যা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে”।