কোভিড হানা, খবর আসছে ছত্তিশগড় থেকে

বিভিন্ন রাজ্য থেকে আসতে শুরু করেছে আক্রান্তের খবর।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
covid india.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দেশ জুড়েই মাথাচাড়া দিচ্ছে কোভিড। ফের একবার করোনার নতুন ভ্যারিয়েন্ট ভয় ধরাচ্ছে দেশবাসীর মনে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে আসতে শুরু করেছে আক্রান্তের খবর। সেই তালিকা থেকে বাদ গেল না ছত্তিশগড়ও।

কোভিড-১৯ পরিস্থিতির বিষয়ে, বিলাসপুরের চিফ মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার রাজেশ শুক্লা এদিন বলেন, “এখন পর্যন্ত ১৩৬ জনের পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে একজনের আরটিপিসিআর পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে। রোগীর কয়েকদিন ধরে কাশি ও সর্দি ছিল। তাঁর শরীরে থাকা ভ্যারিয়েন্টটি নতুন নাকি পুরাতন তা পরীক্ষা করার জন্য নমুনা AIIMS রায়পুরে পাঠানো হয়েছে। তবে ওই রোগীর ভ্রমণের একটি ইতিহাস রয়েছে। সে সম্প্রতি মুম্বাই থেকে ফিরেছে। আর সেখান থেকেই সে সংক্রমণ নিয়ে এসেছে কিনা, এখন সেটাই ভাবাচ্ছে চিকিৎসকদের”।

 

hiren