নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত মঙ্গলবার অর্থাৎ আজ বিআরএস নেত্রী কে কবিতাকে ৯ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। গত সপ্তাহে একই মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেজরিওয়ালকে ৬ দিনের ইডি রিমান্ডে পাঠিয়েছে দিল্লির একটি আদালত।
এদিন সকালে যখন তাঁকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কে কবিতা ইডি এবং সরকারকে কটাক্ষ করে সাংবাদিকদের বলেন, 'এটি কোনও অর্থ পাচারের মামলা নয়, রাজনৈতিক তছরুপের মামলা।'