নিজস্ব সংবাদদাতাঃ আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে সিবিআই মামলায় দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ১২ মে পর্যন্ত বাড়াল রাউজ অ্যাভিনিউ আদালত। বিশেষ বিচারক এম কে নাগপাল বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর পাশাপাশি সিবিআইকে ২৫ এপ্রিল দায়ের করা সম্পূরক চার্জশিটের ই-কপি সরবরাহ করারও নির্দেশ দিয়েছেন। মণীশ সিসোদিয়ার আইনজীবী ঋষিকেশ যুক্তি দিয়েছিলেন যে অসম্পূর্ণ চার্জশিট বা অসম্পূর্ণ তদন্তের ভিত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে তাঁর মক্কেলের "বিধিবদ্ধ / ডিফল্ট জামিন" পাওয়ার অধিকার রয়েছে। দিল্লি আদালত সিবিআইয়ের কাছে জানতে চেয়েছে, সিসোদিয়ার সঙ্গে সম্পর্কিত তদন্ত শেষ হয়েছে বলে তারা কেন উল্লেখ করেনি?