চলছে গণনা, তবে ভোটের ফলাফল আগেই জানিয়ে দিলেন এই নেতা

কার্যত হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে বিজেপি ও কংগ্রেস।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
shezad poonawala aq2.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে চলছে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। সেই ফলাফলের দিকে তাকিয়ে গোটা দেশই। হরিয়ানাতে গণনা শুরুতে দেখা গিয়েছিল মুখ থুবড়ে পড়েছে বিজেপি। মুখে চওড়া হাসি ছিল কংগ্রেসের। সেই সময় চলছিল পোস্টল ব্যালটের গণনা। কিন্তু এখন সেই ধারা বদলে গেছে। কার্যত হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে বিজেপি ও কংগ্রেস। ৯০টি আসনের মধ্যে এই মুহুর্তে বিজেপি এগিয়ে ৪৪টি আসনে এবং কংগ্রেস এগিয়ে ৪০টি আসনে। 

publive-image

জম্মু-কাশ্মীরে অবশ্য প্রথম থেকেই এগিয়ে রয়েছে কংগ্রেস। ৯০টি আসনের মধ্যে ৪৮টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। ওমার আব্দুল্লা এগিয়ে রয়েছেন ২টি আসনে। ফলে দু’দিকেই পদ্ম শিবিরকে জোর টক্কর দিচ্ছে হাত শিবির, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

election commission12.jpg

এই আবহে বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা এদিন বলেন, "আমি মনে করি ফলাফল যাই হোক না কেন, এটা স্পষ্ট যে এটি ইভিএম, নির্বাচন কমিশন এবং ভারতের গণতান্ত্রিক ঐতিহ্যের জয়। আমি আশা করি যে এক্সিট পোল দেখে যারা উদযাপন করছিলেন তারা ইভিএমকে দোষ দেবেন না। সঠিক ভোটের পর হরিয়ানায় আমাদের সরকার দুবার গঠিত হয়েছে এবং তৃতীয়বার তৈরি হতে চলেছে। উভয় জায়গায় বিজেপি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে। এটি দেখায় যে লোকেরা কীভাবে প্রকাশ করেছে বিজেপির প্রতি বিশ্বাস”।

Adddd