আমাকে নোটিশ দিতে পারত, মুখ খুললেন বিরোধী দলনেতা

আমাকে নোটিশ দিতে পারত, মুখ খুললেন বিরোধী দলনেতা।

author-image
Aniket
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: সম্বল সফরে, উত্তরপ্রদেশ বিধানসভার এলওপি মাতা প্রসাদ পান্ডে এবার বড় বার্তা দিলেন।

তিনি বলেছেন, "সম্বল ডিএম আমাকে ডেকেছিল এবং আমাকে সেখানে না আসতে বলেছিল। আমি পার্টি অফিসে গিয়ে পরবর্তী করণীয় ঠিক করব। আমরা কাউকে উসকানি দিই না। তাদের আমাকে নোটিশ দেওয়া উচিত ছিল, কিন্তু কোনো নোটিশ ছাড়াই তারা আমার বাসভবনের বাইরে পুলিশ মোতায়েন করেছে।”