'দুর্নীতিবাজরা বিজেপিতে যোগ দিচ্ছে এবং সৎ লোকেরা জেলে রয়েছে'- বড় খবর

বিজেপিকে নিশানা।

author-image
Aniket
New Update
breakinganm



নিজস্ব সংবাদদাতা: দিল্লির আবগারি নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তারপর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলেছেন বিরোধীরা। সেইমত আজ রামলীলা ময়দানে ইন্ডিয়া ব্লক মহা সমাবেশের আয়োজন করেছে। পাঞ্জাবের মন্ত্রী এবং আপ নেতা বলবীর সিং এবার  অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে বিজেপিকে নিশানা করেছেন। তিনি দাবি করেছেন, দুর্নীতিবাজরা বিজেপিতে যোগ দিচ্ছে এবং সৎ লোকেরা জেলে রয়েছে।

তিনি বলেছেন, " আমরা স্বৈরাচারের অবসান ঘটাতে চাই এবং গণতন্ত্র ও সংবিধানকে বাঁচাতে চাই। এটি ইন্ডিয়া জোটের একটি মহা সমাবেশ। জোটের সব নেতা এসে পরবর্তী কৌশল সম্পর্কে জানাবেন। ১৪০ কোটি ভারতীয় এর বিরোধিতা করছে (অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার)। দুর্নীতিবাজরা বিজেপিতে যোগ দিচ্ছে এবং সৎ লোকেরা জেলে রয়েছে।" উল্লেখ্য, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের পরেই বিজেপি তাদের হারের জন্য কফিনে শেষ পেড়েক পুঁতে দিয়েছে বলে বিরোধী নেতাদের অনেকেই দাবি করেছেন। তবে বিজেপির তরফে একটিই বার্তা দেওয়া হয়েছে। দুর্নীতি করলে ছাড় নয়, দেশে আর দুর্নীতির সঙ্গে আপোষ করা হবে না। এখন দেখার আজকের এই সমাবেশের মধ্যে দিয়ে এই সমীকরণ নয়া কি মোড় নেয়। 

 

 

Add 1

 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ..  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .