দুর্যোগের মুখে করমন্ডল এক্সপ্রেস

শালিমার চেন্নাই-করমণ্ডল এক্সপ্রেস খড়গপুর স্টেশন ছেড়ে হিজলি স্টেশন ঢোকার আগে লাইনের পাশে থাকা একটি গাছের ডাল ভেঙে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনের প্যান্টোগ্রাফের উপরে পড়ে।

author-image
Jaita Chowdhury
New Update
mitali train

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ফের বিপদে করমন্ডল এক্সপ্রেস (Coromondal Express)। শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে শালিমার চেন্নাই-করমণ্ডল এক্সপ্রেস খড়গপুর স্টেশন ছেড়ে হিজলি স্টেশন ঢোকার আগে লাইনের পাশে থাকা একটি গাছের ডাল ভেঙে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনের প্যান্টোগ্রাফের উপরে পড়ে। ঘণ্টাখানেক প্রায় লাইনের উপর দাঁড়িয়ে থাকে ট্রেনটি। পরবর্তীতে রেলকর্মীরা গাছটি সরিয়ে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেয়। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকায় পারদ চড়বে। অপরদিকে, টানা চারদিন বৃষ্টিতে ভিজবে রাজ্য। বুধবার থেকে হাওয়া বদলের সম্ভবনা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পঙের উঁচু এলাকায় বুধবার থেকে বৃষ্টি শুরু হবে। রয়েছে তুষারপাতের সম্ভবনা।