নিজস্ব সংবাদদাতা: করমণ্ডল এক্সপ্রেসের ভয়ানক দুর্ঘটনা ভোলেনি দেশবাসী। এর মধ্যেই আবার নতুন বিভ্রাট। ফাঁড়া যেন কাটতেই চাইছে না। শুক্রবার হাওড়ার শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশে যাত্রা শুরুর পর সন্ধে ৭টা নাগাদ ওডিশার বালেশ্বরে দুর্ঘটনার মুখে পড়ে এই ট্রেন। সেই ঘটনার পাঁচদিনের মাথায় এদিন যাত্রা শুরুর পর ফের বিপত্তির মুখে করমণ্ডল এক্সপ্রেস।
বেলা ৩টে ২৫ মিনিট নাগাদ শালিমার থেকে যাত্রা শুরুর পর সাঁতরাগাছি পৌঁছতেই বিকল হয়ে যায় আপ করমণ্ডল এক্সপ্রেসের এসি। চালুর সময়েও বাতানুকুল কামরার এসি বন্ধ ছিল বলে অভিযোগ। বি১, বি২ ও বি৩ কামরা এসি নিয়ে নাজেহাল অবস্থা হয় যাত্রীদের। গরমে তাঁদের হাঁসফাঁস অবস্থা হয়। কিছুক্ষণ পর বি১ ও বি২ কামরার এসি স্বাভাবিকভাবে চললেও বি৩ কামরার এসি কাজ করছিল না।