বড় খবর: বেড়ে যাচ্ছে রান্নার গ্যাসের দাম!

রান্নার গ্যাসের দাম কমা বা বাড়ার কারণে হেঁসেলে প্রভাব পড়ে সরাসরি। দাম কমলে হাসি ফোটে গৃহিণীদের মুখে। কিন্তু এবার বাড়তে পারে। তাই পড়ে নিন।

author-image
Anusmita Bhattacharya
New Update
cylinder1

নিজস্ব সংবাদদাতা: মে মাস শেষের পথে, জুন শুরু হতে চলেছে। প্রতি মাসের মতো সামনের মাসেও অনেক আর্থিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে। যার সরাসরি প্রভাব পড়বে আপনার দৈনন্দিন জীবনে। আরো নির্দিষ্টভাবে বললে এই প্রভাব সোজা পড়বে আপনার পকেটে। গত মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে। তবে ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আসেনি। মার্চ মাসে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে আগামী মাসে রান্নার গ্যাসের দাম বাড়তে পারে। পেট্রোলিয়াম কোম্পানিগুলো সিএনজি ও পিএনজির দাম পরিবর্তন করে। আগামী মাসেও সিএনজি বা পিএনজির দাম পরিবর্তন করা হবে বলে আশা করা হচ্ছে।