আইরিশ মহিলাকে ধর্ষণ করে খুন: আসামিকে আজীবন কারাদণ্ডের নির্দেশ !

ইন্সপেক্টর ফিলোমেনো কোস্টা বলেন, "আমরা ঘটনাস্থল আগেই ঘিরে ফেলেছিলাম, এরপর ফরেনসিক দলকে ডেকে প্রচুর বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রহ করেছিলাম। তদন্তে আমাদের সামনে বহু চ্যালেঞ্জ ছিল, তবে আমি প্রতিটি শুনানিতে আদালতে উপস্থিত ছিলাম।

author-image
Debjit Biswas
New Update
Rape


নিজস্ব সংবাদদাতা : ২০১৭ সালে এক আইরিশ-ব্রিটিশ নাগরিককে ধর্ষণ ও হত্যার দায়ে বিকাট ভাগত নামের এক অভিযুক্তকে আজীবন কারাদণ্ড দিল মারগাও-এর প্রিন্সিপাল জেলা ও সেশনস আদালত। এই মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর ফিলোমেনো কোস্টা বলেন, "আমরা ঘটনাস্থল আগেই ঘিরে ফেলেছিলাম, এরপর ফরেনসিক দলকে ডেকে প্রচুর বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রহ করেছিলাম। তদন্তে আমাদের সামনে বহু চ্যালেঞ্জ ছিল, তবে আমি প্রতিটি শুনানিতে আদালতে উপস্থিত ছিলাম। আজ আদালত রায় দিয়েছে এবং অভিযুক্তকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।"