নিজস্ব সংবাদদাতা: ভিকি কৌশলের আসন্ন সিনেমা 'ছাওয়া' নিয়ে মহারাষ্ট্রের মন্ত্রী উদয় সামন্ত বলেছেন, "ভিকি কৌশলের তৈরি সিনেমাটিতে ছত্রপতি সম্ভাজি রাজেকে নাচতে দেখা গিয়েছে। পরিচালকের এই অংশটি কাটা উচিত। এই সিনেমাটি নিয়ে ইতিহাসবিদ এবং পণ্ডিতদের আপত্তি রয়েছে। আগে তাঁদের দেখানো উচিৎ। বিতর্কিত অংশ না কাটা পর্যন্ত সিনেমাটিকে দেখতে দেওয়া হবে না।"