ভোটার উপস্থিতি কম.... এবার বিতর্কিত মন্তব্য বিজেপি প্রার্থী ওম বিড়লার

কোটা থেকে বিজেপি প্রার্থী ওম বিড়লা বলেছেন, "রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার একসাথে রাজস্থানের অভ্যন্তরে উন্নয়নের নতুন মাত্রা স্থাপন করবে। ভোটারদের উপস্থিতি কম হলেও বিজেপির পক্ষে ভোট হয়েছে।"

author-image
Tamalika Chakraborty
New Update
om birla edit .jpg

নিজস্ব সংবাদদাতা: কোটা থেকে বিজেপি প্রার্থী ওম বিড়লা বলেছেন, "রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার একসাথে রাজস্থানের অভ্যন্তরে উন্নয়নের নতুন মাত্রা স্থাপন করবে। ভোটারদের উপস্থিতি কম হতে পারে কিন্তু ভোট বিজেপির পক্ষে হয়েছে। আমদের রাজস্থানে ২৫টি আসনে জয় যুক্ত করুন।"

om birla.jpg

 

 tamacha4.jpeg