নিজস্ব সংবাদদাতাঃ বুধবার দিবাগত রাতে রোহিনী সেক্টর ২৯-৩০-এর আশেপাশে গুলি বিনিময়ের পর এক ঠিকাদারি খুনিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম কামিল।
আধিকারিকরা জানিয়েছেন, আত্মসমর্পণ করতে বলা হলে অভিযুক্ত পুলিশ দলকে লক্ষ্য করে গুলি চালায়, পুলিশও পাল্টা গুলি চালায়।
পুলিশ জানিয়েছে, "গুলি বিনিময়ের সময় কামিলের পায়ে গুলি লেগেছে, পরে তাকে গ্রেফতার করা হয়।"
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির জামা মসজিদ এলাকায় গুলিতে এক ব্যক্তির মৃত্যু সহ বিভিন্ন থানায় অভিযুক্তের বিরুদ্ধে ১২টিরও বেশি মামলা রয়েছে। অভিযুক্তদের কাছ থেকে একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত ১৭ মে গভীর রাতে দিল্লির জামা মসজিদের ইয়া-রুব-চালা দে হোটেলের কাছে গুলিবর্ষণের ঘটনায় এক ব্যক্তি নিহত হন।