সংরক্ষণ না বঞ্চনা? প্রশ্ন তুলে দিলেন বৃন্দা কারাট

নারী সংরক্ষণ বিল নিয়ে একরাশ ক্ষোভ! কেন এত বছর লেগে এল বিলটি আনতে? কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার বাম নেত্রী। কী বললেন বৃন্দা কারাট? দেখুন ভিডিও।

author-image
Pallabi Sanyal
New Update
assaws

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : নারী সংরক্ষণ বিল সত্যিই সংরক্ষণের জন্য তো? এমনই প্রশ্ন তুলে দিলেন সিপিআইএম নত্রী বৃন্দা কারাট। তার কথায়, ''২০১৪-র লোকসভা নির্বাচনের আগে বিজপি এই সংরক্ষণের বিলের প্রতিশ্রুতি দিয়েছিল। ২০২৩-এ তারা এই বিল আনছে। এই বিলটি নিশ্চিত করে যে মহিলারা পরবর্তী আদমশুমারি পর্যন্ত, পরবর্তী সীমাবদ্ধতা অনুশীলন পর্যন্ত বঞ্চিত হতে চলেছে।অন্য কথায়, ২০২৪ সালের নির্বাচনে এবং ১৮ তম লোকসভার সংবিধানে, আমাদের সংসদের তিন ভাগের এক ভাগ নারী থাকবে না।কারণ প্রধানমন্ত্রী মোদী সরকারের এই বিলম্বিত পদক্ষেপের ফলে পরবর্তী এত বছর ধরে মহিলাদের জন্য বৈষম্য নিশ্চিত করা হয়েছে।''