নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ের কংগ্রেস বিধায়ক বৃহস্পত সিং বলেন, "তৎকালীন উপমুখ্যমন্ত্রী টিএস সিং দেও এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে আমরা ছত্তিশগড়ে ৩৬ টি প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু মাত্র ১২ টি প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি। একথা বলে তিনি সবাইকে চ্যালেঞ্জ করেছেন। সেই সময়ে ছত্তিশগড় কংগ্রেসের ইনচার্জ কুমারী সেলজা যদি হাইকমান্ডকে বিষয়টি জানান, তাহলে হয়তো কংগ্রেসের এই ক্ষতি হত না। যদি সঠিক সময়ে ব্যবস্থা নেওয়া হত, তাহলে কংগ্রেস এই পরাজয় দেখতে পেত না।"