নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ লোকসভা নির্বাচন নিয়ে সরগরম গোটা দেশ। আজ লাহুল ও স্পিতি জেলার কাজা সফরের সময় কংগ্রেস কর্মীরা বিজেপি মান্ডি প্রার্থী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে কালো পতাকা দেখিয়েছেন এবং ‘গো ব্যাক’ স্লোগান তুলেছেন।
কঙ্গনা রানাওয়াত এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর আজ কাজায় একটি জনসভায় বক্তব্য রাখেন। ১ জুন লোকসভা নির্বাচনের শেষ দফায় রাজ্যে ভোট হবে।