Election News: কঙ্গনা রানাউতকে কালো পতাকা কংগ্রেসের! মুহূর্তে শোরগোল

আজ হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতকে নিশানা করে কালো পতাকা দেখায় কংগ্রেস কর্মীরা। সেই নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
New Update
kanganabjp

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ লোকসভা নির্বাচন নিয়ে সরগরম গোটা দেশ। আজ লাহুল ও স্পিতি জেলার কাজা সফরের সময় কংগ্রেস কর্মীরা বিজেপি মান্ডি প্রার্থী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে কালো পতাকা দেখিয়েছেন এবং ‘গো ব্যাক’ স্লোগান তুলেছেন।

djkkl9.jpg

কঙ্গনা রানাওয়াত এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর আজ কাজায় একটি জনসভায় বক্তব্য রাখেন। ১ জুন লোকসভা নির্বাচনের শেষ দফায় রাজ্যে ভোট হবে। 

Add 1