নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ 'মোদী' উপাধি মানহানি মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাজা স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায়ের পর কেরালার ওয়েনাড জেলার কালপেট্টা শহরে কংগ্রেস কর্মীরা একটি উদযাপন মিছিল করে এবং মিষ্টি বিতরণ করে।
প্রসঙ্গত, রাহুল গান্ধী ২০১৯ সালের সাধারণ নির্বাচনে ওয়ানাড সংসদীয় কেন্দ্র থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন।
সুপ্রিম রায়ের পর কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি এবং বিধায়ক টি সিদ্দিক বলেন, "আসলে মোদী সরকার রাহুল গান্ধী সহ প্রতিটি ব্যক্তির মুখ বন্ধ করার চেষ্টা করেছিল। এখন সুপ্রিম কোর্টের রায়ে নরেন্দ্র মোদীর জারি করা সিলমোহর ছিঁড়ে গেছে। আমরা সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ।"