নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা দ্বিগবিজয় সিংইয়ের নেতৃত্বে কংগ্রেসের নেতা-কর্মীরা মধ্যপ্রদেশের খাজুরাহো পুলিশ স্টেশনে কংগ্রেস কর্মী সলমন খানের দেহ নিয়ে পৌঁছায় এবং অবস্থান-বিক্ষোভে বসে। কংগ্রেস নেতা দ্বিগবিজয় সিং গতকাল অভিযোগ তুলেছিলেন যে এই মৃত কংগ্রেস নেতাকে বিজেপি প্রার্থী ছতরপুরে নিজের গাড়ি দিয়ে ধাক্কা মারে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)