আরজি কর কাণ্ড থেকে শিক্ষা, সব দলকে এক হওয়ার বার্তা কংগ্রেসের

'আমি মনে করি সব রাজনৈতিক দলের এটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Pawan-Khera-3

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনায় কংগ্রেস নেতা পবন খেরা এদিন বলেন, “নির্ভয়ার ঘটনার পর কড়া আইন আনা হয়েছিল, মনে হচ্ছিল হয়তো পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু কাঠুয়া, উন্নাও, হাথরাস, ললিতপুর যাই হোক না কেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমন ঘটনার খবর আসছে। একটি হৃদয় বিদারক ঘটনা, যাতে আমরা তাদের নিরাপদ রাখতে অক্ষম। আমি মনে করি সব রাজনৈতিক দলের এটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত, আমরা কোথায় ভুল করছি? এই ধরনের অপরাধ কি সমাজে ক্রমাগত হারে বেড়ে চলেছে? কেন অপরাধীরা মনে করে যে তারা কড়া আইন থাকা সত্ত্বেও মুক্ত হতে পারে? তাই, আমাদের একসাথে বসে কথা বলা উচিত। বিজেপির এই বিষয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই। যাদেরকে কাঠুয়ায় ধর্ষকদের সমর্থনে বিক্ষোভ দেখাতে দেখা গেছে, যারা উন্নাও এবং হাথরাসে ধর্ষকদের সমর্থনে দাঁড়িয়েছিল তাদের কি অধিকার আছে আপনার বিষয়ে কথা বলার?”

 

rg kar
File Picture
rg  kar protest
File Picture

India Post Advertisement Rakhi_300x250

Adddd