ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন! কংগ্রেসের সিদ্ধান্তে অবাক দেশ

ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত নিল কংগ্রেস।

author-image
Tamalika Chakraborty
New Update
Rahul Gandhi sad kl.jpg

নিজস্ব সংবাদদাতা: এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন অধীর চৌধুরী।  তারপরেই তাঁকে প্রদেশ সভাপতির পদ ছাড়তে হয়।  বর্তমানে তিনি শুধু সর্বভারতীয় কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য। মঙ্গলবার ইলেকশন কমিশন ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করে। এরপরেই বড় দায়িত্ব পেলেন প্রাক্তন বিরোধী দলনেতা অধীর চৌধুরী। 

modi adhir ranjan choudhury

আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে তিনজন পর্যবেক্ষকের নাম ঘোষণা করেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সেই তালিকায় জায়গা পেয়েছেন অধীর চৌধুরী। ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের ঠিক আগে কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে তিন জন পর্যবেক্ষকের নাম ঘোষণা করেন। দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালের জারি করা এক বিবৃতি অনুসারে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে লোকসভার সদস্য তারিক আনোয়ার, প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবং ভাট্টি বিক্রমার্ক মাল্লুকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সিনিয়র পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করেছেন।

প্রসঙ্গত, এর আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সিকেও হিমাচল প্রদেশ, ত্রিপুরা এবং তেলাঙ্গানার ভোটে পর্যবেক্ষক করেছিল কংগ্রেস। সেই সময় হিমাচল প্রদেশ, ত্রিপুরা ও তেলেঙ্গানায় ভালো ফল করেছিল কংগ্রেস। এখন দেখা যাক, ঝাড়খণ্ডে আসন্ন বিধানসভায় কেমন ফল করে কংগ্রেস। 

 tamacha4.jpeg