নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের আগে সামগ্রিক প্রস্তুতি সারছে হাত শিবির। ইন্ডিয়া জোট রয়েছে, কিন্তু তারপরও তা নিয়ে রয়েছে হাজারও দ্বন্দ্ব। তাই নিজেরাই প্রস্তুতি সেরে রাখছে বিভিন্ন দিক থেকে। তারই একধাপ দেখা গেল এদিন।
কংগ্রেস সাংসদ কেসি ভেনুগোপাল এদিন সাংবাদিক বৈঠক করে জানান, “জাতীয় কংগ্রেস তার অনলাইন ক্রাউডফান্ডিং প্রচারাভিযান, 'ডোনেট ফর দেশ' ঘোষণা করতে পেরে গর্বিত৷ এই উদ্যোগটি ১৯২০-২১ সালে মহাত্মা গান্ধীর ঐতিহাসিক ‘তিলক স্বরাজ তহবিল’ থেকে অনুপ্রাণিত। যার লক্ষ্য ছিল সমান ভাবে সম্পদ ও সুযোগ বন্টন দলের প্রতিটি সদস্যদের জন্য। যাতে তারা উন্নত ভারত গড়ে তুলতে আমাদেরকে ক্ষমতাশালী করে তোলে”৷
“১৮ ডিসেম্বর দিল্লিতে দলের সভাপতি আনুষ্ঠানিকভাবে এর প্রচার শুরু করবেন৷ আমরা আমাদের রাজ্য-স্তরের পদাধিকারীদের, আমাদের নির্বাচিত প্রতিনিধিদের, DCC সভাপতিদের, PCC সভাপতিদের উৎসাহিত করি৷ AICC পদাধিকারীরা প্রত্যেকে কমপক্ষে ১,৩৮০ টাকা করে অবদান রাখবেন বলে আশা করছি”।