তৃণমূলকে পাশে না পেয়েও মহুয়াকে সমর্থন!

কংগ্রেসের ওপর তীব্র আক্রমণ সত্ত্বেও জোটের শরীক হয়েও পাশে দাঁড়াননি মমতা বন্দ্যোপাধ্যায়! অথচ তার দলের সাংসদরে জন্যই লড়াই অধীর রঞ্জন চৌধুরীর!

author-image
Pallabi Sanyal
New Update
mahua adani.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : নির্বাচনী প্রচারে কংগ্রেসকে বিজেপির তীব্র সমালোচনা শুনতে হচ্ছে। পাঁচ রাজ্যের ভোট নিয়ে চুপ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কংগ্রেসের জন্য একটা কথা না বললেও এবার তার দলের সাংসদদের জন্যই গলা ফাটাতে শোনা গেল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। তার সাফ কথা, ''মহুয়া মৈত্র যে অভিযুক্ত তা বাস্তবে আদৌ প্রমাণিত হয়নি অথচ দোষী সাব্যস্ত হওয়ার আগেই তাঁকে শাস্তি দেওয়া হয়েছে।যেহেতু সরকার মনে করে যে যারাই প্রশ্ন করে, তারা কারোর প্ররোচনা থেকে এবং নগদ নিয়ে তা করে, তাই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যেহেতু মহুয়া মৈত্র মোদী-আদানি নেক্সাস নিয়ে প্রশ্ন তুলেছেন, অতএব তিনি নগদ নিয়েছেন।এই অবস্থাটা এমনই - এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে গেছে এবং পরে তার যৌক্তিকতা প্রদান করা হয়েছে। অদ্ভুত।একে বলা হয় - সংখ্যাধিক্যের রংবাজি।''