নিজস্ব সংবাদদাতা: ওড়িশায় রেল দুর্ঘটনায় দায় কার? এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। বালাসোরে মৃত্যু মিছিলের ঘটনায় কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করার কাজ শুরু করে দিয়েছে বিরোধীরা। ব্রিটিশ জমানার প্রশংসা শোনা গেল কংগ্রেসের তরফে। কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে, "স্বাধীনতার আগে, ব্রিটিশ সরকারের রেলওয়ে সুরক্ষার জন্য ইঞ্জিনিয়ারদের পৃথক দল ছিল, যারা রেলপথের সুরক্ষা এবং মেরামতের দেখভাল করত। স্বাধীনতার পর আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে রেল তার মুনাফা দেখবে। এমন পরিস্থিতিতে যাত্রী ও রেল নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে আলাদা কমিশন রেলওয়ে সেফটি গঠন করা হয়, যা সিভিল এভিয়েশনের অধীনে রাখা হয়।"