নির্বাচন, দ্বিতীয় তালিকা প্রকাশ করল কংগ্রেস! চমক ৪৩ জন প্রার্থী

আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
কম

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার অর্থাৎ আজ আসন্ন লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। 

ক্লজ

এই বিষয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেন, "কংগ্রেস সাংসদ গৌরব গগৈ অসমের যোরহাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া থেকে লড়বেন নকুল নাথ। রাজস্থানের চুরু থেকে লড়বেন রাহুল কাসওয়া। জালোর থেকে লড়বেন বৈভব গেহলট।" 

কেসি বেণুগোপাল আরও বলেন, "এই তালিকায় ৪৩ জন প্রার্থীর মধ্যে ১০ জন সাধারণ প্রার্থী, ১৩ জন ওবিসি প্রার্থী, ১০ জন এসসি প্রার্থী, ৯ জন এসটি প্রার্থী এবং ১ জন মুসলিম প্রার্থী রয়েছেন।" 

Add 1

জানা গিয়েছে, কংগ্রেস নগাঁও থেকে প্রদ্যুৎ বরদলৈ, কাজিরাঙা থেকে রোজলিনা তিরকে, আহমেদাবাদ পূর্ব থেকে রোহন গুপ্তা, আহমেদাবাদ পশ্চিম থেকে ভরত মাকওয়ানা, পোরবন্দর থেকে ললিতভাই ভাসোয়া, ভালসাদ থেকে অনন্তভাই প্যাটেল, টিকমগড় থেকে পঙ্কজ আহিরওয়ার, সিধি থেকে কমলেশ্বর প্যাটেল, ঝুনঝুনু থেকে ব্রিজেন্দ্র ওলা, উদয়পুর থেকে তারাচাঁদ মীনা, আলমোড়া থেকে প্রদীপ টামটা, গাড়োয়াল থেকে গণেশ গোদিয়াল, দমন ও দিউ থেকে কেতন দাহিয়াভাই প্যাটেলকে প্রার্থী করেছে।

cityaddnew

স

স