নিজস্ব সংবাদদাতাঃ শনিবার অর্থাৎ আজ জানা গিয়েছে, ওড়িশায় বিধানসভা নির্বাচনের জন্য ১৬ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে কংগ্রেস।সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এক সাংবাদিক বিজ্ঞপ্তিতে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।
কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ওড়িশার ঝাড়সুগুদা থেকে লড়বেন অমিতা বিসওয়াল, বাদাসাহী থেকে লড়বেন ক্ষীরোদচন্দ্র পাত্র, সুকিন্দা থেকে লড়বেন বিভু বুশান রাউত, কান্তমাল থেকে প্রার্থী করা হয়েছে শরৎকুমার প্রধানকে, কেন্দ্রাপাড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিপ্রা মল্লিক, রাজানগর থেকে লড়বেন অশোক প্রতিহরি, মহাকালাপাদ থেকে প্রার্থী করা হয়েছে লোকনাথ মহারাথিকে, নিমাপাড়া থেকে লড়বেন সিদ্ধার্থ রাউত্রে, পিপিলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জ্ঞানরঞ্জন পট্টনায়ক, জয়দেব থেকে লড়বেন কৃষ্ণ সাগরিয়া, খুরদা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সোনালী সাহু, চিলিকা থেকে লড়বেন প্রদীপ কুমার সোয়াইন, খন্দপদ থেকে প্রার্থী হয়েছেন মনোজ কুমার প্রধান, দাসপাল্লা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন নকুল নায়ক, কবিসূর্যনগর থেকে লড়বেন সঞ্জয় কুমার মণ্ডল এবং গোপালপুর থেকে প্রার্থী কড়া হয়েছে শ্যাম সুন্দরগড় সাহুকে।
সূত্রে খবর, রাজ্যের মোট ১৪৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৩৮টি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস।