নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা নিশিকান্ত দুবে রমজান নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ সুখদেও ভগত বলেছেন, "এটা কেবল নিশিকান্ত দুবের কথা নয়। সমগ্র বিজেপিতে, এমনকী প্রধানমন্ত্রী বলছেন যে পোশাক দেখে মানুষ চেনা যায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী সহ মাত্র কয়েকজন পুরো দেশে এই বিষাক্ত পরিবেশ ছড়িয়ে দিয়েছেন। নিশিকান্ত দুবেও এর ব্যতিক্রম নন। কোনও উৎসবের অর্থ কী? ভালোবাসা এবং সহযোগিতা। এটি একটি অত্যন্ত পবিত্র মাস হিসেবে বিবেচিত হয় এবং যদি তাঁরা এতে উপবাস রাখেন, যদি তাঁদের বিশেষ জিনিস উপহার দেওয়া হয়, তাহলে এতে সমস্যা কী? আমরা যদি অমরনাথ যাত্রা করি, তাহলে অনেক সুযোগ-সুবিধা দেওয়া হয়, তাই এই ধরনের মন্তব্য না করাই ভালো। ভারতের সৌন্দর্য এবং গঙ্গা যমুনা সংস্কৃতির বিরুদ্ধে।"