নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের মর্মান্তিক দুর্ঘটনায় রাজ্য়ের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। জয়পুরে এক মহিলাকে গাড়ি চাপা দেয়। তারপর গাড়িটি প্রায় দেড় মিনিট মহিলার দেহ টেনে নিয়ে যায়, ঘটনায় কংগ্রেস নেতা প্রতাপ সিং খাচারিয়াওয়াস বলেছেন, "বিজেপির উচিত তাদের সরকারের হানিমুন পিরিয়ডকে একপাশে রেখে রাজ্যের আইন-শৃঙ্খলার দিকে মনোনিবেশ করা। তারা আইনশৃঙ্খলার কথা বলে ক্ষমতায় এসেছে। গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু হচ্ছে। সেই মহিলার দেহ গাড়ির চাকায় আটকে যায়। প্রায় দেড় মিনিট মহিলার দেহ টেনে নিয়ে যায় অপরাধীরা। এখন কোথায় বিজেপি? আমি এত দীর্ঘ কোনও সরকারের হানিমুন পিরিয়ড দেখিনি। বিজেপি ক্ষমতায় আসার সাথে সাথেই কাগজ ফাঁস হয়ে গেল। কোথায় বিজেপি? আমরা খুঁজে পাচ্ছি না?"