নিজস্ব সংবাদদাতাঃ শীতকালীন অধিবেশন থেকে সাংসদদের বেনজির সাসপেনশনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন বিরোধীরা। দিল্লির যন্তর মন্তরে শুরু হয়েছে বিরোধী সাংসদদের বিক্ষোভ। এদিকে ফের একবার মোদী সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি বলেন, 'সব বিরোধী নেতা আজ একসঙ্গে। যত ধমকাবে ইন্ডিয়া জোট তত ভালোবাসা বিলোবে। ২-৩ জন যুবক সংসদে ঢুকে ধোঁয়া ছেড়ে দেয়। এ সময় বিজেপি সাংসদরা পালিয়ে যান। এই ঘটনায় নিরাপত্তা ভঙ্গের প্রশ্ন উঠলেও কেন তারা এভাবে প্রতিবাদ করলেন, তা নিয়ে আরেকটি প্রশ্ন রয়েছে। এর উত্তর হচ্ছে দেশে বেকারত্ব।"