নিজস্ব সংবাদদাতা: 'মাদক নয় চাকরি দাও' স্লোগানে রাজ্য সচিবালয় ঘেরাও করল উত্তরাখণ্ড প্রদেশ যুব কংগ্রেস। যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয়ভানু চিব বলেছেন, "ইয়ুথ কংগ্রেস সারা দেশে 'চাকরি দাও, মাদক নয়' প্রচার চালাচ্ছে। আমরা চাই যুবকরা যে দুটি প্রধান সমস্যার মুখোমুখি হচ্ছে, তার সমাধান হোক- বেকারত্ব এবং আসক্তি।"