২০১১ সালেই ভারত বিশ্বের তৃতীয় অর্থনীতিতে! বিস্ফোরক তথ্য পেশ কংগ্রেসের

কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে তীব্র ভাষায় মোদী সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, "UPA আমলে বেকারত্বের হার ছিল ২.২%, কেন আপনার মেয়াদে দেশে বেকারত্বের হার গত ৪৫ বছরে সর্বোচ্চ?"

author-image
Tamalika Chakraborty
New Update
mallikarjun kharge .jpg

নিজস্ব সংবাদদাতা : সোশ্যাল মিডিয়ায় তীব্র ভাষায় মোদী সরকারকে আক্রমণ করলেন কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, যারা সংবিধানে বিশ্বাস করতেন না, যারা ডান্ডি মার্চ এবং "ভারত ছাড়ো আন্দোলনে" অংশ নেননি, তারাই আজ কংগ্রেসকে দেশপ্রেমের জ্ঞান দিচ্ছেন। মোদী জি ইউপিএ সরকার সম্পর্কে অসংখ্য মিথ্যা কথা বলেছেন। তিনি প্রশ্ন তোলেন, "UPA আমলে বেকারত্বের হার ছিল ২.২%, কেন আপনার মেয়াদে  দেশে বেকারত্বের হার গত ৪৫ বছরে সর্বোচ্চ? UPA-এর ১০ বছরে গড় GDP বৃদ্ধির হার ছিল ৮.১৩%, কেন আপনার সময়ে মাত্র ৫.৬%? বিশ্বব্যাংকের মতে, ২০১১ সালেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে।"