নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে অবৈধ ও অসাংবিধানিক বলেছে। সেই স্কিমের আওতায় বর্তমান শাসক দল হাজার হাজার কোটি টাকা দিয়ে তাদের হিসাব ভরেছিল। অন্যদিকে ষড়যন্ত্রে প্রধান বিরোধী দলের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। যাতে তহবিলের অভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকে। এটি ক্ষমতাসীন দলের একটি বিপজ্জনক খেলা, যার সুদূরপ্রসারী প্রভাব পড়বে। এ দেশে গণতন্ত্রকে বাঁচাতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে।”