নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে পুরী কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয় নারায়ণ পট্টনায়েকের নাম ঘোষণা করেছেন। জয় নারায়ণ পট্টনায়েক পুরী আসনে কংগ্রেসের নতুন প্রার্থী হিসাবে সুচরিতা মোহান্তির স্থলাভিষিক্ত হবেন। প্রাক্তন কংগ্রেস প্রার্থী সুচরিতা মোহান্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করেছিলেন। সুচরিতার অভিযোগ, কংগ্রেস তাঁকে ভোটে লড়ার জন্য টাকা দিচ্ছে না, দলের তহবিল ছাড়া প্রচার অসম্ভব হয়ে পড়ছে, তাই আমি টিকিট ফেরত দিচ্ছি। সুচরিতা মোহান্তি আরও অভিযোগ করেছিলেন যে কংগ্রেস পুরী লোকসভা আসনে খুব দুর্বল প্রার্থী দাঁড় করিয়েছে।