নিজস্ব সংবাদদাতা: 'আমি ক্ষমাপ্রার্থী। আমার পায়ে যন্ত্রণার কারণে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারব না'। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের এই দাবিতে রাজ্যসভার স্পিকার জগদীপ ধনখড় সঙ্গে সঙ্গে তাকে নিজের আসনে বসেই নিজের বক্তৃতা দেওয়ার পরামর্শ দেন।
এর পাশাপাশি রাজ্যসভার স্পিকার এও বলেন যে তিনি নিশ্চিত করবেন যাতে কংগ্রেস সভাপতি আরামদায়কভাবে নিজের বক্তৃতা পূরণ করতে পারেন। এর পরেই রাজ্যসভার স্পিকার কংগ্রেস সভাপতিকে বলেন 'খাড়গেজি এই বিষয়ে আমি আপনাকে সাহায্য করলাম'। কংগ্রেস সভাপতি বলেন 'হ্যাঁ এভাবেই আপনি মাঝে মাঝে সাহায্য করতে থাকুন আমিও মনে রেখে যাব'। আর এভাবেই হঠাৎ রাজ্যসভার আবহাওয়া পাল্টে যায়। কক্ষ হাসি-ঠাট্টায় ভরে ওঠে।