নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যসভায় আজ মোদীর ভাষণ চলাকালীন বিরোধী সাংসদরা বেরিয়ে আসেন। এই নিয়ে কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে মুখ খুললেন।
মল্লিকার্জুন খাড়গে বলেন, 'আমরা কক্ষ থেকে ওয়াক আউট করেছি কারণ প্রধানমন্ত্রী মোদী ধন্যবাদ প্রস্তাবে কথা বলার সময় কিছু ভুল কথা বলেছিলেন। মিথ্যা বলা, মানুষকে বিভ্রান্ত করা এবং সত্যের বিরুদ্ধে কথা বলা প্রধানমন্ত্রী মোদীর অভ্যাস। আমি সংসদে প্রধানমন্ত্রী মোদীকে বলতে চেয়েছিলাম যে আপনারা সংবিধান তৈরি করেননি, আপনারা সংবিধানের বিরুদ্ধে ছিলেন। আমি স্পষ্ট করতে চেয়েছিলাম কে সংবিধানের পক্ষে আর কে বিপক্ষে। আরএসএসের লোকেরা প্রথম থেকেই সংবিধানের বিরোধিতা করেছিল এবং আম্বেদকর জি ও নেহেরুজির কুশপুত্তলিকা পুড়িয়েছে। কিন্তু আজ বিজেপি বলছে কংগ্রেস এর বিরুদ্ধে।'