কংগ্রেস কর্মী খুনি! দোষীর ফাঁসিতে সরব নেতা

কংগ্রেস কর্মী খুনে এবার গর্জে উঠল দল।

author-image
Tamalika Chakraborty
New Update
congress leader 111


নিজস্ব সংবাদদাতা: হরিয়ানায় কংগ্রেস কর্মী হিমানি নারওয়ালকে নির্মমভাবে  হত্যা করা হয়েছে। বিজেপি নেতা মনীশ গ্রোভার বলেছেন, "এই ঘটনায় আমরা দুঃখিত। অভিযুক্তদের কঠোরতম শাস্তি পাওয়া উচিত। যে ব্যক্তি এইভাবে কন্যা-মেয়েদের হত্যা করে তাকে ফাঁসি দেওয়া উচিত। সমাজ এটি সহ্য করবে না এবং আইন তাকে ক্ষমা করবে না। যদি পরিবারের কোনও দাবি থাকে, তাহলে আমি সরকারের সামনে এই বিষয়টি উত্থাপন করব।"