নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। যা নিয়ে কটাক্ষের সুর শোনা গেল বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার গলায়।
এদিন তিনি বলেন, “উত্তরপ্রদেশের জমি কংগ্রেসের রাজনৈতিক অস্তিত্বকে পুষ্ট করেছিল, আজ একই দল রাজ্যের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। প্রথম শুরুয়াৎটা হয় রায়বরেলি ছেড়েই। প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী রাজ্যসভার মাধ্যমে রাজস্থানে গিয়েছিলেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আমেঠি থেকে লড়াই করার সাহস দেখাচ্ছেন না, যা ইঙ্গিত করছে যে উত্তরপ্রদেশ এবং উত্তর ভারতে তাদের ওপর মানুষের কোনও বিশ্বাস নেই। আর সেটা তারা নিজেরাও ভালো করে জানে”।