নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "দেশের ভবিষ্যৎ, গণতন্ত্র ও সংবিধান রক্ষায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে, অন্যথায় আমরা আবার দাস হয়ে যাব। গণতন্ত্র না থাকলে স্বৈরতন্ত্র ও একনায়কতন্ত্র থাকবে, আপনি কীভাবে আপনার আদর্শ দিয়ে কাউকে নির্বাচিত করবেন? যেখানেই বিজেপির কোনও বড় নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিরোধী দলের নেতাদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হচ্ছে। আমি হায়দ্রাবাদে দেখেছি, বিজেপির এক মহিলা প্রার্থী বোরখা খুলে মহিলাদের পরিচয় যাচাই করছেন। এভাবেই কি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়?"