নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "সংরক্ষণ ছিনতাইয়ের কোনও প্রশ্নই নেই। তফসিলি জাতি ও উপজাতিদের জনসংখ্যার অনুপাতে সংরক্ষণ দেওয়া হচ্ছে। আমরা যখন রাজনীতিতে আসি, তখন ধর্মকে রাজনীতিতে আনা উচিত নয়, দুটোকেই দূরে রাখা উচিত, তিনি (প্রধানমন্ত্রী মোদি) নিজেই বলেছিলেন। কিন্তু কন্যাকুমারীতে উনি যে নাটক করছেন, প্রায় ১০ হাজার লোক আছে, তাতে দেশের অর্থের অপচয় হচ্ছে। তিনি জানেন যে এখানে আচরণবিধি রয়েছে। কে খরচ বহন করবে? ঈশ্বরের প্রতি এতটুকু আস্থা থাকলে নিজের বাড়িতেই করুন, নয়তো পকেট থেকে খরচ বহন করুন।"