নিজস্ব সংবাদদাতাঃ বালাসোরে এক জনসভায় কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "প্রধানমন্ত্রী মোদীকে ৪ জুনের পর ক্ষমতা থেকে সরানো হবে। একদিকে সোনিয়া গাঁধী, জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধীর মতো মানুষ রয়েছেন, যাঁরা ওড়িশাকে ভালোবাসেন। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদীর মতো লোক আছেন যারা ওড়িশার বদনাম করছেন। ওড়িশায় ৫০ শতাংশ আসন পেলে কেন্দ্রে সরকার গড়ব। বিজেপিকে হারাতে না পারলে সংবিধান ও গণতন্ত্র বিপন্ন হবে। বিজেপিকে ক্ষমতা থেকে সরানো অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী মোদী কেবল কীভাবে আবার ক্ষমতায় আসবেন তা নিয়ে চিন্তা করেন। আমরা জাতিকে বাঁচানোর জন্য যত্নশীল। গরিবদের সংরক্ষণ বন্ধ করতে চাইছে বিজেপি।"