নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ ইন্ডিয়া জোটের নেতারা সংসদ চত্বরে বিক্ষোভ করেছেন।
কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “মোদীজি সংবিধান ভাঙার চেষ্টা করেছেন, তাই আজ সব দলের নেতারা একজোট হয়ে প্রতিবাদ করছেন। এখানে গান্ধীর মূর্তি ছিল। ওরা সমস্ত গণতান্ত্রিক রীতিনীতি ভঙ্গ করছে, তাই আজ আমরা দেখাতে চাই যে মোদীজি, আপনার সংবিধান অনুযায়ী এগিয়ে যাওয়া উচিত।”
জরুরি অবস্থা নিয়ে প্রধানমন্ত্রী মোদীর মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “এই কথাটা উনি ১০০ বার বলবেন। জরুরি অবস্থা ঘোষণা না করেই তিনি এই কাজ করছেন। এ নিয়ে কথা বলে আর কতদিন শাসন করতে চান?”