নিজস্ব সংবাদদাতা: মহাকুম্ভে পদদলিত হওয়া নিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে-র বক্তব্য প্রসঙ্গে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি এদিন বলেন, “বিরোধী দল নেতা হিসেবে তিনি পদদলিত হওয়ায় নিহতদের সংখ্যা জানতে চেয়েছিলেন। তিনি বলেছেন যে সরকারের উচিত সঠিক পরিসংখ্যান দেওয়া। তিনি ভুল কিছু বলেননি। অথচ সেটা নিয়েই সরব হয়েছে বিজেপি”।