নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় বাজেট ২০২৪ আজ প্রকাশ করবেন নির্মলা সীতারামন। কংগ্রেস সাংসদ শশী থারুর এবার এই বিষয়ে বড় মন্তব্য করেছেন।
/anm-bengali/media/media_files/BurI0t2WBVHvAoriyQkv.jpg)
তিনি বলেছেন, "বছরের পর বছর ধরে, আমরা এই সরকারের বাজেট থেকে উচ্চ প্রত্যাশা না করতে শিখেছি। তারা কি নিয়ে আসে তা আমাদের দেখতে হবে"।